তুমি চাঁদের পড়ে জোছনা খুঁজো না
ও রাত তোমার ছিল না।।
শুধু তুমি চাওনি বলে
ও চাঁদের জোছনা গলে গলে
ঝরেছে অঝর ঝরনা
ও রাত তোমার ছিল না।
ও রাতের তারায় তারায় দুঃখ হারায়
বেদনার গুঞ্জনা
ও রাত তোমার ছিল না।
সাদা কাগজের ফুল শুঁকে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে
ধূসর মেঘলা আকাশ দেখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে।
তুমি গানের ভেতর সুর খুঁজো না
ও গান তোমার ছিল না।।
শুধু তুমি চাওনি বলে
ও গানের সুর তুলে তুলে
কেঁদেছে অচিন চন্দনা
ও গানটি তোমার ছিল না।
ও গানের সুরে সুরে অনেক দুরে
হৃদয়ো বন্দনা
ও গানটি তোমার ছিল না।
মিছে ভাবনার দুখে দুখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে
দীঘির কালো জল দেখে দেখে
ভেবে নিও ভালোবাসা নেই বুকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment