আমিও বেঁচে থাকব ভালবাসার পূজারী হয়ে,
সংসার করব আমি তোমার স্মৃতিকে নিয়ে।
সুখকে ভুলে গিয়ে আমি কষ্টকে আপন করব,
পুড়তে হয় যদি বিচ্ছেদানলে হাজারো বছর পুড়ব।
আমি নতুন করে আমার এক কল্পনার রাজ্য গড়ব,
সেই রাজ্যে তোমাকে রানী বানিয়ে সিংহাসন বসাব।
বাস্তবে তোমার ছোঁয়া নাইবা পেলাম,তাতে কি?
শয়নে স্বপনে হবে তোমার আমার মাখামাখি।
প্রাণের সুরে গাইব গান আঁকবো তোমার ছবি,
মনের ভাষায় লিখব কবিতা হয়ে আমি কবি।
মন মন্দিরে তোকে বন্দী করে ফেলে দিলাম চাবি,
যারে যা,যা,যা,যা,যা,যা,যা,যা যেথায় তুই যাবি।
No comments:
Post a Comment