milon bangla blog এ আপনাকে স্বাগতম
evsjv GmGgGm
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়,
কোথাও কোন ঐশ্বর্যের চিহ্ন নেই, স্পন্দন নেই,
তবু সবকিছুর অন্তরালে আমি বুনি সুখের স্বপ্ন
যেখানে তুমি আছ, আছি আমি।
evsjv GmGgGm
কোন রাজার সিংহাসন থেকে নয়,
নয় হিমালয়ের প্রাদদেশ থেকে,
সাত সমুদ্র তের নদীর উপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে বলি-
evsjv GmGgGm
যদি যন্ত্রণার প্রতিধ্বনি শুনতে পেয়ে কোন বন্ধু না পাও,
যদি ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ, কালো হতে দেখো,
ভালোবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
যদি না পাওয়ার ব্যার্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি প্র্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্ধি কর আমায়,
যদি ঘন বরষায় তোমার নদী শুকিয়ে যায়,
যদি কখনো না পাওয়ার বেদনা তোমায় কষ্ট দেয়,
যদি কখনো কারো কথায় মন ভেঙ্গে যায়, তবে
স্মরণ করো আমায়। আমাকে পাশে পাবে বন্ধু সে সময়।।
যদি ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ, কালো হতে দেখো,
ভালোবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
যদি না পাওয়ার ব্যার্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি প্র্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্ধি কর আমায়,
যদি ঘন বরষায় তোমার নদী শুকিয়ে যায়,
যদি কখনো না পাওয়ার বেদনা তোমায় কষ্ট দেয়,
যদি কখনো কারো কথায় মন ভেঙ্গে যায়, তবে
স্মরণ করো আমায়। আমাকে পাশে পাবে বন্ধু সে সময়।।
তোমায় দেখার পর থেকে, মনে লাগছে গিট্টু।
তোমার কাছে চাইছি তাই, প্রেম দাও একটু ।
তুমি আছ বলে মন ফুরফুরে,
সঙ্গে চিপস কুরকুরে।
তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম,
কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।।
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
এস.এম.এস করলাম সেন্ড প্রিয়ার নাম্বারটাতে,
এস.এম.এস পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক এস.এম.এস এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল এস.এম.এস।
এস.এম.এস পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক এস.এম.এস এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল এস.এম.এস।
evsjv GmGgGm
কি দিন আইছে রে, বাতাস বইতেছে,
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে।
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে।
মনে আছে সেই দিনের কথা, ঝিরি ঝিরি হাওয়া বইছিলো, ট্রেন প্লাটফর্মে দাড়াল,
তুমি আমায় দেখলে, আমি একটা ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে...
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!!
তুমি আমায় দেখলে, আমি একটা ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে...
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!!
evsjv GmGgGm
হৃদয়ে এমন কিছু থাকে দাগ
চাইলেই কি বল মুছে ফেলা যায়?
পেছনের পথ ছেড়ে দূরে চাইলেই কি
মন থেকে দূরে চলে যাওয়া যায়?
ভালবেসে কখনো বলনা বিদায়
তুমি ভালবেসে কখনো বলনা বিদায়।।
চাইলেই কি বল মুছে ফেলা যায়?
পেছনের পথ ছেড়ে দূরে চাইলেই কি
মন থেকে দূরে চলে যাওয়া যায়?
ভালবেসে কখনো বলনা বিদায়
তুমি ভালবেসে কখনো বলনা বিদায়।।
evsjv GmGgGm
বৈশাখী ঝড় আসবে যেদিন,
ভিজতে আমি যাব সেদিন;
বৃষ্টি ভেজা মোর পরানে জাগবে কবিতা নতুন করে
নতুন কবির কবিতা হতে রাখবে কি হাত আমার হাতে???
evsjv GmGgGm
পুনরায় ফেরার আগে কি এমন
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?
evsjv GmGgGm
আজো কি শ্রাবণের চোখ মেঘ এ ডাকে,
যা তোমাকে আমার কাছে ডাকে;
আজো কি কুয়াশার মাঝে আনন্দ লুকিয়ে থাকে,
যা আমাকে তোমার মাঝে রাখে।
যা তোমাকে আমার কাছে ডাকে;
আজো কি কুয়াশার মাঝে আনন্দ লুকিয়ে থাকে,
যা আমাকে তোমার মাঝে রাখে।
evsjv GmGgGm+KweZv
সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।
evsjv GmGgGm+KweZv
ভালোবাসি তোমায়
সত্যি কি মিথ্যা
জানি না;
ভালোবাসি তোমায়
পাব কি পাব না
তা নিয়ে ভাবি না;
ভালোবাসি তোমায়
হৃদয় জানে
তুমি জান না;
ভালোবাসি তোমায়
নীল আকাশে তুমি
তোমায় ছোঁয়া যায় না;
ভালোবাসি তোমায়
ছায়া হয়ে থেকো তুমি
কী পারবে না???
evsjv GmGgGm+KweZv
হাত ভরতি বকুল। হয়তো কারো জন্যে তুলেছে।
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!
evsjv GmGgGm+KweZv
ভ্রমর হয়ে গুনগুনিয়ে কভু গান আমার শোনাব,
জোনাকি হয়ে রাতের আঁধারে আলো শুধু ছড়াব।
evsjv GmGgGm+KweZv
তোমায় দেখার পর থেকে, মনে লাগছে গিট্টু।
তোমার কাছে চাইছি তাই, প্রেম দাও একটু ।
evsjv GmGgGm+KweZv
তোমায় দেখার পর হৃদয় জানালায়
উঁকি দিলো স্বপ্নরা মিট মিটি ইশারায়
ভালোবাসার পাখা মেলে উরু উরু মন
অবুঝ উতলা টানে মন ভেঙ্গেছে বাধন
তোমায় বলতে চাই না বলা সে কথা
যে কথায় কেবলি শুধু তোমাকেই চাওয়া......
উঁকি দিলো স্বপ্নরা মিট মিটি ইশারায়
ভালোবাসার পাখা মেলে উরু উরু মন
অবুঝ উতলা টানে মন ভেঙ্গেছে বাধন
তোমায় বলতে চাই না বলা সে কথা
যে কথায় কেবলি শুধু তোমাকেই চাওয়া......
By Md Milon Ahmed
No comments:
Post a Comment