Social Icons

চিত্ত সুখ – বিত্ত সুখ

চিত্তে যাদের সুখের অভাব
বিত্তে তারাই খোঁজে সুখ;
বিত্ত-মোহে বন্দী যে জন
কষ্টে তারই ফাটে বুক।
টাকা-কড়ি বাড়ি-গাড়ির
হয়ত আছে প্রয়োজন;
তাই বলে কি হতেই হবে
এতো বিশাল আয়োজন !
আশার ঘোড়া কারো যদি
ছুটতে থাকে লাগামহীন
অঢেল পেয়েও সুখী হতে
পারে কি কেউ কোনোদিন ?
খানিক পেয়েই তুষ্ট যে জন
থাকে না তার কোনো দুখ
অর্থ বিত্ত নাই বা থাকুক
চিত্তে যে তার অপার সুখ !

No comments:

Blogger Widgets