Social Icons

অবেলার অতিথি

এই বুকে সান্ত্বনা খুঁজো না তুমি-
খুঁজো না এতটুকু সুখ
চৈত্রদাহে ছায়া অথবা কাঁঠালী চাঁপার ঘ্রাণ।
এখানে বসন্ত নেই, বর্ষণ নেই-
নেই সবুজ গাছের ছায়া-ঘন বন
কোকিলের গান, ভৈরবী রাগ
অবারিত জ্যোৎস্নার স্নিগ্ধতা অফুরাণ !
এই বুকে আজ নেই আষাঢ়ের প্লাবন
সকালের সোনা রোদ, বকুলতলার ছায়া।
এখানে এখন শুধু মরুপ্রান্তর, স্বপ্নের মরীচিকা,
স্রোতহীন নদীজলে বিক্ষিপ্ত জেগে ওঠা চর,
গ্রন্থিতে স্নায়ুতে মধ্যহ্নের জীর্ণ অবসাদ।
এই বুকে সান্ত্বনা খুঁজো না তুমি,
খুঁজো না গুচ্ছ গুচ্ছ ফুল
চমকিত বিজলী, বিপুল উৎসব।
এই বুকে আশ্রয় খুঁজো না তুমি,
খুঁজো না প্রভাতের রঙ, রোদ ঝিলমিল-
এই ঘোর অবেলায়।

No comments:

Blogger Widgets