Social Icons

অন্তর পুইড়া কয়লা

অন্তর পুইড়া কয়লা রে বন্দু অন্তর পুইড়া কয়লা,
আমারে কান্দাইয়া রে বন্দু কি সুখ তুমি পাইলা।
রঙ বেরঙ্গের সপ্ন দেখাই তুমি গেলা চইলা,
আমার সাথে প্রেম করিয়া অন্যের সাথী হইলা।
বিচ্ছেদ অনলে পুইড়া আমি দিবা নিশী মরি,
চোখের ঘুম মনের শান্তি সবি নিছ কারি।
যৌবন আমার ভাটা গেল জীবন পুইড়া ছাই,
আমায় ছাইড়া অন্যের সাথে খেলছো প্রেমের লাই।
মিষ্টি মধুর কথা কইয়া অন্তর কাড়ি নিলা,
আমারে কান্দাইয়া রে বন্দু কি সুখ তুমি পাইলা।
চোখের জলে বালিশ ভিজে মুছাইবার কেউ নাই,
কলঙ্কিনী সবাই বলে আপন কেহ নাই।
বিরহিনী কাতর আমি সইবার শক্তি নাই,
অন্তর পুইড়া ছাই রে বন্ধু অন্তর পুইড়া ছাই।
ভালোবাসা ভালোনা সর্ব লোকে কয়,
কেমনে ভুলিব তারে যে মনের মাঝে রয়।
ভালোবাসার কাঙ্গাল রঙ্গীলা সুজা কয়,
একবার এসে দেখা দিও যদি মনে লয়।

No comments:

Blogger Widgets