Social Icons

কিছু কবিতা

এক টুকরো স্মৃতি

আমার স্মৃতি মুছে যেতে পারে না

তোমার অচেনা চাহনিতে, যদি যায়

তবু হারাতে চাই সেদিনের সেই

সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

 

আমি যেতে পারি অন্ধ হয়ে-

সময়ের নিষ্ঠুর প্রকোপে

বিলিন হয়ে যেতে পারি

এইরূপ বসুন্ধরাতে;

যদি শ্বাস থাকে খুঁজে নেবো

তোমার স্বরূপ মিষ্টি-মধুর কাকলিতে

 

ধূসর কুয়াশার ঝাপসা আলোয়

ঐ দিগন্তের সসীম কালোয়

পারি না কিছু স্মৃতি ভুলিতে ,

তাই এখানে আড়ালে যতোই চেয়েছি লুকাতে

ততোই কে যেন টেনে ধরে

দেয়না হারাতে

তবু হারাতে চাই সেদিনের সেই

সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে
 
 
কেমন ভালবাসা
 
আমি ভালবাসি
কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি-
আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু,
শুকনো মরুর নিরাশ বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই ভালবাসার

আমি হেয়ালির বিষয়বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী,
হৃদয়কে ছুঁতে পারিনা কখনো-
তবে----,
কোন একদিন বলেছিলে,
'পথিক, তোমার ঠিকানা কোথায়?'
ভুলিনি-
শীতের কুয়াশায় মেঠ পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদা-জলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল,
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু মনের ভাষা বুঝে না-বোঝার ভান করেছো
তুমি কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো একান্তে ডাকনি,
তাই কখনো তোমার ভাবনায় আসিনি,
এক অজানা পৃথিবীর এই অজানা প্রাণি

 
 
আবার হবে দেখা
কোন এক বৃক্ষের তলে-
পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে;
সেদিন তোমার হয়তো সময় থাকবে না,
থাকবে না কোন অনুভূতি এখনকার মত
সময়ের অসমান বিরুদ্ধাচারণ সংশয়ের আধারে তুমি
ভুলে যেতে পার তোমার পুরোনো স্মৃতি,
আমি ভুলতে পারব না আঘাত পেলেও শত
তুমি আড়ালে থাকতে-
আমি খুঁজে বের করেছি তোমার লুকান চাবি,
তবু মনের ঘরে ঢুকতে পারিনি এখনও
 তাই,
আমি তোমার অচেনা সমুদ্রতটে ঘটে যাওয়া দুর্ঘটনা,
আমি তোমার শিহরে লুকিয়ে রাখা চিঠির স্বাক্ষরকারী,
আমি তোমার বুকে জমে থাকা অজানা কথার বর্ণনাকারী,
আর আমি তোমার ভালবাসার অনলে দগ্ধ-প্রদাহের সাকার বাণী
যা লিখেছি তখনও
তবু দেখা হবে অজানা কোন বৃক্ষের তলে
হয়তো সেটা তোমার ভুলে
পথচারি বিবাগীর আদলে
অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে
 
 
অন্ধ প্রেম
আমি অন্ধ
কিছুটা শিরির মতো,
আবার কিছুটা মজনুর মতো
ভালবাসায়-
যখন তুমি পাশে থাকো
আমার হৃদয়ে ঢেউ ওঠে
সীমাহীন প্রেমের অসীম সাগরে

শুধু তোমার জন্য-
কারো পানে চাইলে তুমি-ভেবে
ডেকে ভুল করি,
কাছে আসতে চাই
কিন্তু না, পারি না!
তুমি ছাড়া সব-ই মায়া আর ভ্রম

তোমার চাহনি- বরই পাতা,
ঠোঁঠ- শিমুল-পলাশ
আর হাসি- সোনা-রোদ্দুর কদম ফুলের মতো
তাই তাদের দিকে চাইতে পারি না,
তুমি ছাড়া কাউকে ভাবতে পারি না
তুমি শুধু আমার স্বর্গরানী অপ্সরা
জোছোনার আলো
 
একটা স্বপ্ন
একটা স্বপ্ন
রাতের ঘুমকে তাড়া করে ফেরে
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;

ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে

স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়
এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"

স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার
 
 

 

No comments:

Blogger Widgets