Social Icons

ভালবাসার আংশিক বিশ্লেষন

ভালবাসা জিনিসটা কি- তা আমাদের কারোই অজানা নয়।
ভালবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম।
কারো মতে, ভালবাসতে হলেই কাছে আসতে হবে।
আবার কেউ কেউ বলে, ভালবাসার মানে কাছে আসা নয়।
ভলবাসা নিয়ে প্রত্যেকের ধারনা আলাদা এবং রয়েছে মতপার্থক্য।
ভালবাসা একান্তই নিজস্ব।
আর একান্ত নিজস্ব এই জিনিসটা কখনো প্রকাশ পায়। আবার কখনো অপ্রকাশিত থেকে যায়।
জাগতিক ভালবাসা শুধু জগতের বাসিন্দাদের জন্য।
যাদের মাঝে সৃষ্টি হয় পারস্পরিক টান, অদৃশ্য বন্ধন, অজানা আকর্ষন।
সব ভালবাসা এক রকম না।
আবার সবার ভালবাসা একরকম না।
আদর, স্নেহ, শ্রদ্ধা, ভক্তি, দয়া , করুনা, রাগ, দ্বীধা, অভিমান, ঘৃনা – এসবের সমন্বয়েই ভালবাসা।
ভালবাসা কারো নেশা কিংবা পেশা হতে পারে না।
নেশা কিংবা পেশা থেকে অনেকেই অভিনয় করে।
সেটার নাম ভালবাসা না।
কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে ভালবাস সম্ভব না। প্রকৃত ভালবাসা হবে নিস্বার্থ।
প্রশ্ন থাকে পারে, মানুষ কেন ভালবাসে?
এর উত্তর কোনটা হবে- মায়া, মমতা, শ্রদ্বা, ভক্তি, করুনা নাকি অন্যকিছু?
এর যেকোনো একটা থেকে ভালবাসা সৃষ্টি হতে পারে।
ভালবাসা হচ্ছে একটি বাগান। যেখানে রয়েছে অনেকগুলো ফুল। প্রত্যেকটার রুপ, রং, গন্ধ আলাদা আলাদা।
“প্রিয়াকে ভালবাসা” আর “দেশকে ভালবাসা” এক জিনিস না।
এক পলকে কাউকে ভালবাসে ফেলা সম্ভব না। এটার নাম ভাললাগা।
আপতাত এতটুকুই।

No comments:

Blogger Widgets