Social Icons

কিছু পুরুষকে মেয়েরা কখনোই পছন্দ করেন না

বিশেষ কিছু আচরণ বা বৈশিষ্ট্যের কারণে কিছু পুরুষকে মেয়েরা কখনোই পছন্দ করেন না। নিজেদের স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন ভাবলেও মেয়েরা কিন্তু তাঁদের এড়িয়ে চলেন। জেনে নিন, এসব বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কি না।
—যেসব পুরুষ শিশুসুলভ আচরণ করে। যারা যেকোনো ছোট সমস্যায়ও নিজেরা সমাধান না করে মায়েদের পরামর্শে চলে।
—যারা ধূমপান ও মদ্যপান করেন।
—যাঁরা সবকিছুতেই সিদ্ধান্ত চাপিয়ে দেন।
—যাঁরা কখনোই অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন না।
—যাঁরা নিজেদের প্রেমিকা নিয়ে গর্ববোধ করেন না।
—যাঁরা প্রেমিকার অবস্থান মূল্যায়ন করতে পারেন না।
—গত্বাঁধা পোশাকেই যাঁরা মেয়েদের দেখতে চান।
—যাঁরা অর্থ ব্যয় করে নিজেদের ক্ষমতা দেখাতে চান এবং অন্যের ওপর প্রভাব খাটাতে চান।
—যাঁরা মেয়েদের সঙ্গে রাজনীতি, ব্যবসা ও খেলাধুলা নিয়ে আলোচনা করেন না। ভাবেন যে মেয়েরা কিছুই জানেন না।
—যাঁরা কখনোই কথা শোনেন না, শুধু বলেই যান।
 দ্য টা অ ই।

No comments:

Blogger Widgets