Social Icons

ইন্টারনেট এর আবিস্কারক বা জনক

ইন্টারনেট এর আবিস্কারক বা জনক বলা হয় ভিনটন জি কার্ফ কে।
আসলে ইন্টারনেট তো আর এক দিনে আবিষ্কার হয়নি তাই সেই ভাবে নির্দিষ্ট করে সময় উল্লেখ করতে গেলে বলতে হয় ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্র-সোভিয়েত কোল্ড ওয়ারের সময় ইউএসএ সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতিতে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন একেবারে ধ্বংস না হয়ে যায় সেই উদ্দেশ্যে টেলিগ্রাফ টেলিফোনের বিকল্প হিসেবে তাদের সামরিক বাহিনীর জন্য MILNET নামে একটা কম্কপিউটার নেটওয়ার্রক তৈরী করে। এটাই পরবর্তীতে ধীরে ধীরে উন্নতে হয়ে আজকের ইন্টারনেটে পরিণত হয়েছে।

No comments:

Blogger Widgets