নতুন ফিচারটা আসলে কেমনঃ
এই ফিচার আপনার স্মার্টফোনে পাবেন, আপনার আশেপাশে যেসব ফ্রেন্ড অবস্থান করছেন, তাদের সঠিক অবস্থান পাবেন এই ফিচারটির মাধ্যমে।কীভাবে ব্যবহার করবেন এবং সুবিধাঃ
আপনার ফেসবুকে মোবাইল অ্যাপের সেটিং অপশনে Turn On Nearby একটিভ করুন। তারপর থেকে আশেপাশের বন্ধুদের লোকেশন জানতে পারবেন।
তবে একটা কথা আপনি কেবল জানাতে চাইলেই আপনার বন্ধুরা আপনার লোকেশন জানতে পারবে বা আপনি জানতে পারবেন।
ফেসবুক অটোমেটিকালি আপনার লোকেশন জানিয়ে দিবে আপনার বন্ধুদের বা আপনি জানতে পারবেন।
ফেসবুক আপনাকে এভাবে ম্যাসেজ দিবে যে-আপনার এই বন্ধু আপনার ২কিমি এর ভেতরে আছেন। কারণ এই ফিচার ১/২ কিমি এর বাইরে এক্সাট লোকেশন জানাতে পারবে না।
তবে আপনি যদি এক্সাট লোকেশন ম্যাপ দ্বারা সিলেক্ট করে দেন, তখন সবাই আপনার এক্সাট লোকেশন জানতে পারবে।
তবে আপনি যদি এক্সাট লোকেশন ম্যাপ দ্বারা সিলেক্ট করে দেন, তখন সবাই আপনার এক্সাট লোকেশন জানতে পারবে।
তবে মজার বিষয় হল আপনি যে যে লোকেশনে বেশির ভাগ সময় কাটান, সেই লোকেশনের ম্যাসেজ ফেসবুক কাউকে দিবে না।
*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****
No comments:
Post a Comment