Social Icons

অজানা মোশাররফ করিম

মোশাররফ করিম (জন্ম: ২২ আগস্ট, ১৯৭২) বাংলাদেশের একজন অভিনেতা। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।[২] তিনি বাংলাদেশের অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা, উচ্চারন দক্ষতার জন্য। তিনি অনেক পুরষ্কার বিজেতা। তাকে প্রায়শই ধারাবাহিক ও মেগাধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। পরে তিনি বাংলা সিনেমায়ও অভিনয় করেন। তিনি বিখ্যাত ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এ অভিনয় করেন। বর্তমানে তিনি বিখ্যাত পরিচালক মাসুদ সেজানের চলিতেসে সার্কাস ও সাগর জাহানের রাস্কেল -এ অভিনয় করছেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধা ন চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন তাই কিছু বিখ্যাত নাটক ও টেলিফিল্ম।


প্রথম জীবন

যদিও তিনি ঢাকায় জন্মগ্রহন করেন, তার বাড়ি বরিশাল-এ। ডেইলি স্টার-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি নাট্যকেন্দ্র-এ যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।

অভিনয়জীবন

তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় দক্ষতা বাংলাদেশের অভিনয়জগতে এক আলাদা স্থান করে দিয়েছে। তিনি ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয় করেন[৩]। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই-এ সম্প্রচারিত হয়। যদিও প্রথম জীবন তার জন্য কষ্টের ছিল, তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল হতে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যাবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটকে অভিনয় করা শুরু করেন। ২০০৯ সালে তিনি বিখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে তিনি বিভিন্ন মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন। তিনি তার প্রথম মেগা-ধারাবাহিক ৪২০-এ অভিনয় করেন। এ ধারাভিক থেকেই তিনি সমগ্র বাংলাদেশ জুড়ে বিখ্যাত হন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর-কুটুম-এ অভিনয় করেন। তিনি কমেডি চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি দারুচিনি দ্বীপ ছবিতে অভিনয় করেন। এই ছবি হুমায়ুন আহমেদ-এর কাহিনীর ভিত্তি করে ও তৌকির আহমেদ-কতৃক পরিচালিত হয়। তিনি কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছবিতে অভিনয় করে। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন।

চলচ্চিত্র সমূহ

বছর ছবি ভূমিকা পরিচালক
২০০৭ দারুচিনি দ্বীপ অয়ন/ বল্টু তৌকির আহমেদ
২০০৯ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুন্না মোস্তফা সরয়ার ফারুকী
২০১২ প্রজাপতি
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ
২০১৩ টেলিভিশন মজনু মোস্তফা সরয়ার ফারুকী
২০১৫ জালালের গল্প খলনায়ক আবু শাহেদ ইমন

নাটক সূমহ

এক-পর্বের নাটক (২০০ +)

  • অতিথি
  • দুই রুস্তম
  • ফ্লেক্সিলোড
  • কিংকর্তব্যবিমূঢ়
  • আউট অফ নেটওয়ার্ক
  • আউট অফ রুলস
  • সাদা গোলাপ
  • জুয়া
  • সুখের অসুখ
  • সিরিয়াস কথার পরের কথা
  • সন্ধান চাই
  • ঠুয়া
  • লস
  • ঝাল মুড়ি
  • সিটি লাইফ
  • বিহাইন্ড দ্যা সিন
  • ক্যারাম প্রথম পত্র
  • ক্যারাম দ্বিতীয় পত্র
  • হাতেম আলী
  • হীরার নেকলেস
  • জগতী
  • জর্দা জামাল
  • বউচি
  • চাদের আলোয় কয়েক জন যুবক
  • চাল বাচাল
  • অফ দা রেকর্ড
  • সাদা গোলাপ
  • এ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ
  • আবু করিম
  • আবুল কবিরাজ
  • আগামীকাল
  • আজকের দেবদাস
  • আমেরিকা
  • আমি হিমু হতে চাই
  • বিভ্রম ভালবাসার গল্প
  • বংশ রক্ষা
  • বনলতা সেন
  • বর বউ
  • বস্রায় গোলাবের সৌরভ
  • ছাইয়া ছাইয়া
  • চ্যালেঞ্জ
  • চোর তিথি আর আমি
  • কামিং সুন
  • দেন মোহর
  • দর্প হরন
  • একদা এক বাঘের গলায় হার ফুটিয়া ছিল
  • ইতি এবং
  • ফরথ সাবজেকট
  • হাতা বাবা রিটার্ন
  • হ্যালো
  • কোরিয়ান
  • কালো ভ্রমর
  • লেছ ফিতা
  • ল্যাইছ ফিতা (বিটিভি'তে সম্প্রচারিত)
  • লস প্রজেক্ট
  • লস্ট অ্যান্ড ফাউন্ড
  • মেঘ বন্ধু
  • নাটক শেষ ভালবাসা শুরু
  • নৈশভোজ
  • পিক পকেট
  • পয়েন্ট থ্রী
  • পল্টিবাজ
  • রঙ্গিন ফানুস
  • রুপকথার দৈত্য
  • সৈকতে সন্ন্যাসী
  • সোয়া পাঁচ আড়ায় লেন
  • সংখ্যা তক্ত
  • যোগফল শূন্য
  • শূন্যস্থান পূরন
  • শূন্যতায় বোনা ঘর
  • ঠগবাজ
  • ঠুয়া
  • তনু
  • তৃতীয় পক্ষ
  • ভায়োলিন
  • ভূগোল
  • ভ্রমর
  • বারাবারি
  • ঢেউ পোলাও ডট কম
  • চা অথবা কফি
  • বন্ধু আমরা তিনজন
  • মানিব্যাগ
  • একটি ঘটনা অথবা দুর্ঘটনা
  • ভেজাল
  • শর্টকাট
  • জন্মদিন
  • চাইছি তোমার বন্ধুত্ব
  • যমজ
  • প্রিয় পারভিন
  • কবি বলেছেন
  • আন্তনগর
  • মোবাইল কোর্ট
  • ভুল এবং অনুতপ্ত
  • শাড়ি
  • জিম্মি
  • লুঙ্গী
  • দেওয়াল আলমারি
  • ঢাকা মেট্রো ভ
  • ফাউল
  • কেছিকল
  • খেলা
  • রং
  • চৌধুরি সাহেবের ফ্রী অফার
  • সপ্নে দেখা রাজকন্যা
  • তালা
  • টক শো
  • উচ্চ মাধ্যমিক সমাধান
  • ভালবাসা উল্টা পাল্টা
  • ডাক্তার জামাই
  • বউয়ের জ্বালা
  • মানি ইজ নো প্রবলেম
  • বৃত্ত
  • জুতা বাবা
  • গন্তব্বের দিকে
  • পসারি
  • না ভোট
  • ধূমপান সাস্থের জন্য ক্ষতিকর
  • মুদ্রাদোষ
  • পারি
  • কপালের নাম গোপাল
  • ছেলে ধরার কল
  • সত্য বালক
  • শোয়া বাবা
  • সিকান্দার বক্স এখন অনেক বড়
  • সিকান্দার বক্স এখন বিরাট মডেল
  • সিকান্দার বক্স এখন কক্সবাজারে
  • সিকান্দার বক্স এখন পাগল প্রায় (২০১৪)
  • সিকান্দার বক্স এর হাওয়াই গাড়ী
  • সিকান্দার বক্স এখন বান্দরবনে
  • সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি
  • সিকান্দার বক্স এখন নিজ গ্রামে ( শেষ পর্ব -২০১৫ ঈদ উল আজহা )
  • প্রথম সূর্যের গল্প
  • মমিন বাড়ি নেই
  • হারানো সুর
  • সিমিলার টু
  • কঠিন প্রেম
  • লা লাটিম
  • ভালবাসার গল্প ফুল
  • ভালোবাসার উল্টোপিঠ
  • ভালবাসার এবেলা ওবেলা
  • চন্দ্র বিন্দু
  • গরু চোর
  • চোর ও নভেলিস্ট
  • শুধু একটু বিরহের জন্য
  • একটি নোট
  • না মানুষ
  • প্রথম প্রেম
  • পাইরেসি
  • টেস্ট
  • গুগল ডট কম
  • কথা দিলেম তো
  • স্বপ্নজাল
  • সবিনয় জানতে চাই
  • সুপাত্রের সন্ধানে
  • কাউন্টার মাস্টার
  • চুপ! ভাই কিছু বলবে ....
  • ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউয়ের জলে
  • পান পাতা মুখ
  • ফাঁদ ও বগার গল্প
  • মাইনাসে মাইনাসে প্লাচ
  • নেগেটিভ পজিটিভ
  • মিথ্যুক
  • ফ্লাইওভার
  • তিনি একজন সৌভাগ্যবান
  • দ্যা মিস্টরিয়াস আইল্যান্ড
  • দ্যা আরটিষট
  • একটি ঈদের জন্য
  • আতঙ্ক
  • মানিকজোড়
  • ডানা ভাঙ্গা স্বপ্ন
  • অফ দ্যা ফুটবল
  • দ্যা নিউ হাতেম আলী
  • দেবদাস
  • সেই রকম চা খোর
  • বন্ধু আমরা তিনজন
  • বউ চোর
  • সরল গল্প
  • সিন্দুক
  • চেরাগ
  • ভেজাল মন্ডল
  • ২০ তারিখ আমার বিয়ে
  • চোরের ভবিষ্যৎ
  • এলো মেলো শব্দের জলসিরি
  • দ্বিতীয় স্থান থেকে
  • প্রেমের জন্য পাগল
  • আমি মফিজ
  • সিরিয়াস একটা কথা আছে
  • লাভ ইন বরিশাল
  • চিটার
  • বাবুল স্যার
  • পিরিতের কাঙাল
  • পিরিত
  • স্বপ্ন ও ভ্রূণ
  • কাকতাড়ুয়া ( বিজয় দিবস ২০১৩)
  • তালা পরা তালা বাবা
  • হাওাই মিঠাই
  • গেট
  • বর্ষার দু দিন
  • চোরের মন পুলিশ পুলিশ
  • সাক্রাইন
  • সপ্ন সমীকরণ
  • লিটল ম্যাগ
  • ভেলকি
  • Good Man - ভালো মানুষ
  • পারফিউম
  • ওথেলো সিনড্রোম
  • শাজাহানের তিন দিন
  • স্বপ্নের জাল
  • পকেট মার
  • তিতা মিঠা মধুচন্দ্রিমা
  • সেই রকম ঝালখোর
  • বিহাইন্ড দ্যা ট্র্যাপ
  • লায়েক চাঁন দি গ্রেট (ধারাবাহিকভাবে সম্প্রচারিত)
  • সাধারণ গণিত
  • টাপুর টুপুর অপেরা
  • আব্বা ডোন্টমাইন্ড
  • প্রেম পাগল
  • সোনার ডিম
  • ঘুম বাবু
  • তিন বেকারের কর্মশালা
  • চিঠি দিও প্রতিদিন
  • সুখ টান
  • বন্ধু এবং ভালবাসা
  • নিজঃস্ব সম্পত্তি
  • কাজের বুয়া
  • পাত্র চাই
  • ভণ্ড প্রেমিক
  • সেলফি
  • জগতি
  • হরতাল
  • সাধারণ জ্ঞান
  • সুপারম্যান
  • যমজ ২
  • ডেঞ্জার ম্যান
  • সেই রকম পানখোর
  • ঠাডা
  • চান্স মাষ্টার
  • হিফাজ
  • দ নয় ধ
  • প্রেম ও প্রতিশধের গল্প
  • রতন ডাকাতের দেশটা
  • অভিনেতা
  • আমি স্পেসাল মানুষ
  • আউট অফ রুলস
  • প্রায় রকস্টার
  • ভয়ঙ্কর অভিনেতা
  • হিরার নেকলেস
  • টু লেট
  • তনু
  • আমি মফিজ হতে চাই
  • নিয়মের বাইরে
  • মাফ করবেন প্লিজ
  • অর্থবহ চিরকুট
  • কনফেসন
  • মমিন মৃধা বাড়ী নেই
  • 0 শূন্য
  • বউ এর জ্বালা
  • এল বি ডব্লিউ
  • দ্যা বিজনেস ম্যান অফ বাটপারি
  • রাস্কেল
  • অসমাপ্ত প্রেমের গল্প
  • মেহমান
  • শাড়ি
  • হাবিলদার হাতেম
  • মমিন মৃধা
  • দুই নম্বর
  • মনুষ্যত্ব
  • তখনও সূর্য ডোবেনির
  • ঘুম ভাঙ্গা এক বিকেল
  • বাটপার
  • যমজ ৩
  • চাঁদে চন্দ্র বিন্ধু নেই
  • যোগফল শূন্য
  • ঘুণপোকা ও শেষ রাতের গল্প
  • কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না
  • চাঞ্চ মাষ্টার
  • ফ্যান্টাস্টিক তরফদার
  • সেন্সলেস
  • জামাই শ্বশুর
  • সেই রকম ঘুষখোর
  • হ্যালো
  • রঙ
  • প্রেম ভাইরাস
  • ঘুম বাবুর বিয়ে
  • আমি যারে খুজি
  • লুলু বুলু
  • ইক্লিপ্স
  • হায় বেবী
  • চুন্নু এন্ড সানস
  • জান কুরবান
  • হিটার
  • সুশীল
  • শিক্ষা সফর

ধারাবাহিক নাটক (৩৩)

  • ৪২০
  • তোমার দোয়াই ভালো আছি মা
  • এফ এন এফ ( ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি)
  • জিম্মি
  • এই সময় সেই সব মানুষেরা
  • এম ইন লাইফ
  • আষাঢ়ের গল্প
  • দশ হাজার এক টাকা
  • এফ ডি সি
  • ফিফটি ফিফটি
  • ঘর কুটুম
  • ভবের হাট
  • ঘোড়ার ডিম
  • হাউস ফুল
  • মামা ভাগ্নে
  • পরশি বাড়ি
  • পাটি গণিত
  • মাইক
  • মফিজ কট
  • জামায় মেলা
  • পুতুল খেলা
  • রেড সিগনাল
  • গরিবের বন্ধু
  • মোহর শেখ
  • সাকিন সারি সুরি
  • সিকান্দার বক্স (সিরিজ নাটক)
  • কালার অফ ক্যামব্রিজ
  • পুতুল খেলা
  • রেডিও চকলেট
  • ফোবিয়া
  • ধান্দা
  • কবুলীয়তনামা
  • পেরেশান
  • লং মার্চ
  • হাড় কিপটে
  • ইউনিবার্সিটি
  • ইয়েস বস নো বস
  • পরিবার করি কল্পনা (২০১৪)
  • আনন্দগ্রাম
  • তিনি আসবেন
  • রাস্কেল
  • আদর্শ লিপি
  • চলিতেসে সার্কাস
  • জোৎস্নাকাল
  • সিকান্দার বক্স এখন দূর্গাপুরে

পুরষ্কার

মেরিল প্রথম আলো পুরষ্কারঃ
সমালোচক পুরষ্কার প্রাপ্তিঃ
  • ২০০৮ সাল--দেয়াল আলমারি ।
  • ২০১২ সাল--জর্দ্দা জামাল ।
  • ২০১৩ সাল--সেই রকম চা খোর ।
তারকাজরিপ পুরষ্কার প্রাপ্তিঃ
  • ২০০৯ সাল--হাউজফুল ।
  • ২০১১ সাল-- চাঁদের নিজস্ব কোন আলো নেই ।
  • ২০১৩ সাল--সিকান্দার বক্স এখন বিরাট মডেল ।
  • ২০১৪ সাল--সেই রকম পানখোর ।
উপস্থাপনা করেছেনঃ
  • ২০০৯--সঙ্গে ছিলঃ চঞ্চল চৌধুরি ।
  • ২০১১--সঙ্গে ছিলঃ তিশা ও চঞ্চল চৌধুরি ।
  • ২০১২--সঙ্গে ছিলঃ মুনমুন ও চঞ্চল চৌধুরি ।
  • ২০১৪--সঙ্গে ছিলঃ তিশা ও সাজু খাদেম ।
  • ২০১৫--সঙ্গে ছিলঃ তিশা

No comments:

Blogger Widgets