- অনলাইনে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হল ব্যানার এড।ব্যানার ad হল
নিজে খুজে নেয়া:
- ব্যানার এড থেকে আয়ের সবচেয়ে উত্তম দিক হচ্ছে সরাসরি বিজ্ঞাপনদাতাদের সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন বসানো।অর্থাৎ আপনি যে কোম্পানীর হয়ে প্রচার করতে চান তাদের সাথে যোগাযোগ করুন।তাদেরকে জানান যে,আপনার সাইটে এড দিলে তারা কি কি বিষয়ে বেশী লাভবান হতে পারবে।আপনার সাইটের প্রতিদিনের ভিজিটরের হিসাব তাদের দিয়ে দেন।তারা আপনার সাইটে এড দিতে আগ্রহী হলে তাদের সাথে আপনার আথিক চুক্তি সম্পাদনা করে কাজ শুরু করে দিন।এছাড়া আপনি আপনার সাইটে ব্যানারের মাধ্যমে অথবা ফুটারে দিতে পারেন যে, your ad here/এখানে বিজ্ঞাপন দিন।এবং একটি পেজ খুলে সেখানে আপনার বিজ্ঞাপন রেট,ব্যানারের সাইজ ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রেখে দিতে পারেন।
তৃতীয় পক্ষের সাহায্য নেয়া:
- যদি এমন হয় যে আপনার সাইটের ভিজিটর তুলনামূলক কম অর্থাৎ এডদাতাদের চাহিদার চাইতে কম তাহলে কি করবেন?হ্যা এরকম দিক চিন্তা করে কিছু কোম্পানী তৃতীয় পক্ষ হয়ে কাজ করে থাকে।তারা আপনাকে এড খুজে দিবে।এতে লাভ একটু কম হবে,কম হবারই কথা কারন তারা আপনাকে এড খুজে দিবে তার বিনিময়ে তারাও কমিশন নেবে।তবুও বিষয়টি খারাপ না।
গ্রীনরেড ডট কম
ট্রিবাল ফিউশান ডট কম
ভিব্রেন্টমিডিয়া ডট কম
আপনি তাদের সাইটে গিয়ে আবেদন ফরম পুরন করবেন এরপর তারা আপনাকে জানাবে যে,তারা আপনাকে গ্রহন করেছে কিনা?
যদি তারা আপনাকে গ্রহন করে তাহলে তাদের নিয়মনীতি অনুযায়ী কাজ শুরু করে দিন।
No comments:
Post a Comment