Social Icons

দেবদাস, বোলনা আমায়

আরো গভীরে-যদি যেতে, আমার প্রতি ভাবনা
আবেগী খেলা খেলেছে কে, জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়.

তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন সেতো ছিঁড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ যেয়ে বহুদুরে
হতে চাইনা-তার করুনা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়.

ওওও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
তুন তান তুন তান শব্দে বাজেনা সে আর
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
ঈশাদে স্বরলিপি যা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হ্রদয়
দেবদাস, বোলনা–আমায়
দেবদাস, বোলনা আমায়
দেবদাস, বোলনা আমায়
দেবদাস, বোলনা আমায় ।

No comments:

Blogger Widgets