অনেক কদিন ধরেই কাছে খুজতেছিলাম কিভাবে ল্যপটপের গান গুলা এন্ড্রয়েডে
চালানো যায়,মেমোরিতে না উঠিয়েই ৷ বেশকিছু পেলাম কিন্তু মনের মত কিছু
পেলাম না,অবশেষে পেলাম আর সবার সাথে তা শেয়ার করলাম ৷
প্রথমে ল্যাপটপে
wifi hotspot চালু করে নিন,এবার যে ফোল্ডার বা ড্রাইভে আপনার ভিডিও অডিও
গান রয়েছে তার Propartise এ যান,sharing টাব select করে share বাটান এ
ক্লিক করুন ৷
যে window টি আসবে সেখানে everyone select করে Add বাটান
এবং তারপর share বাটান এ ক্লিক করুন ,নিচের চিত্র দেখুন ৷আর একটা কাজ করতে
হবে, মনিটেরের ডানকোনায় নিচে যে Network এর icon টাতে ক্লিক করে Open
network and sharing center এ ক্লিক করুনএরপর নিচের মত একটা Window
আসবে৷ওখানে সবার নিচে Turn off password protected sharing চেকবক্সটা
Active করে Save Settings এ ok করে বেরিয়ে আসুন ৷ব্যাস এখানকার কাজ শেষ ৷
এবার দুটি app লাগবে আপনার ফোনের জন্য,
MX player
ES_File_Explorer
প্রথমে
ফোনে app দুইটা instal করে নিন ৷ MX player এটা সবার কাছে আছে তাই এটার
লিংক দিলুমনা , এবার ল্যাপটপের wifi hotspot এর সাথে আপনার এন্ড্রয়েড
কানেক্ট করুন ৷ ES File Explorer চালু করুন এবং fast access menu (বামদিকে
উপরে কোনায়) থেকে Network ও তারপর LAN সিলেক্ট করুন৷
আপনার পিসিটিকে
খুজে পাবার জন্য scan এ ক্লিক করুন ,কিছুখনের মধ্যে পিসির নাম বা ip
address দেখাবে ৷ব্যাস ওখানে ক্লিক করুন আর ঢুকে পড়ুন আপনার share করা
folder টিতে এবং দেখুন ও শুনুন আপনার গানগুলো ডাওনলোড না করেই….
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment