আমি চাইনি তোমার চোখের ইশারা,
চেয়েছি অপলক চোখের ভাষা।
আমি পাইনি, পূরণ হয়নি মোর আশা,
পেয়েছি বেদনা আর বেড়েছে হতাশা।
আমি চাইনি তোমার রাত হোক ঘুমহারা,
চেয়েছি আমায় নিয়ে একটু ভাবনা।
আমি পাইনি , পূরণ হয়নি মোর আশা,
পেয়েছি বোধয় তোমার দুঃস্বপ্নে জায়গা।
আমি চাইনি তোমার হাতের ছোঁয়া,
চেয়েছি তোমার হৃদয় দুয়ার থাকুক আমার জন্য খোলা।
আমি পাইনি, পূরণ হয়নি মোর আশা ,
শুধু কেঁদেছে হৃদয় ,প্রলাপ করেছে “ হায়রে ভালোবাসা” !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment