Social Icons

নকিয়া মোবাইল সহ ফেসবুকের বিভিন্ন টিপস এন্ড ট্রিকস

টিপস ২ ।
ফেসবুকে আপনি কি কখনো ব্ল্যাংক কমেন্ট করেছেন ??
চলুন আজ করে ফেলি ।
নিচের কোড থেকে প্লাস (+) বাদ দিয়ে কমেন্টে পোষ্ট করুন ।
@@+[1:[0:1: ]]
আর দেখুন মজা ।।
টিপস ৩।
নকিয়াফোনের গোপন কোড !
নোকিয়ার সকল ফোনের Default lock code: 12345
*#7780# রিসেট factory সেটিংস্ এর জন্য।
*#67705646# এটা LCD ডিসপ্লে ক্লিয়ার করবে। (অপেরেটর লোগোসহ)
*#0000# সফটওয়্যার ভার্সন দেখার জন্য।
*#2820# Bluetooth ডিভাইস অ্যাড্রেস।
*#746 -­ 025625#সিম clock allowed status দেখাবে।
*#92702689# - গোপন মেনু এখানে নিচের ইনফর্মেশন গুলো পাবেন I. Serial নাম্বার দেখাবে। II. সেট তৈরির তারিখ দেখাবে। III. শেষ কবে নাগাদ ফোন সার্ভিস করেছিলেন তার তারিখ দেখাবে। IV. ফোনের Life Time দেখাবে.
* #3370* - (EFR) deactivation. ফোনঅটোমেটিক restart হবে এবং ৩০% ব্যাটারি সাশ্রয় হবে যদি নেটওয়ার্ক খারাপ থাকে। (নোকিয়া ফোনের আগের মডেলগুলোতে ভালো কাজ করে) যদি আপনি আপনার নকিয়া S60 ফোনের Wallet code ভুলে যান, তাহলে reset করতেএই code ব্যবহার করবেন:*#7370925 -538#

আপনার মোবাইলের ভাষা চেঞ্জ হয়ে যায়তাহলে*0000# প্রেস করে ডায়াল করুন দেখবেন এক সেকেন্ডের মধ্যে আবারইংরেজি ভাষা এসে হাজির। এতে কাজ না হলে *#0044# এভাবে চেষ্টা করুন।

>>## Bonus মোবাইল ফোন এর কিছু গোপন কোড ? মোবাইল ফোন এর কিছু গোপন কোড জানা থাকলে মোবাইল ফোনসম্পর্কে অনেকটা ধারনা করা যায় যেমন -IMEI হার্ডওয়্যার ভার্সন সফটওয়্যার ভার্সন । IMEI কোড : আইএমইআই অর্থ হলোইন্টারন্যাশন ালমোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি৷ জিএসএম মোবাইল

 টিপস ৪।
আপনারা অনেকে মোবাইল ফ্লাস করতে চান কিন্তু Security code জানা থাকলে পারেন। আর অনেকে Security code ভুলে গেছেন আপনারা কিভাবে করবেন তাইতো. আমি তো আছি। প্রথমে Settings এ যান>তারপর Sync & backup এ যান>তারপর Create backup এ যান Continue তে ক্লিক করুন> তারপর সবটা তে Mark চিহ্ন দিন, তারপর Doneবাটমে ক্লিক করুন তারপর Created হয়ে গেলে কাজ শেষ । তারপর আপনার Memory Card এ ঢুকুন সেখানে দেখতে পাবেন Backup files নামে একটা Folder>এখানে ঢুকন>মাঝখানে Restore এ ক্লিক করুন দেখবেন আপনার মোবাইল ফ্লাস হয়ে গেছে,আর কোন Security code লাগবে না.
বি:দ্র: অনেক মোবাইলে এই সিস্টেমে কাজ হয় না ।

টিপস ৫।
Nokia Java Mobile এ Folder hide করুন।
এটা মূলত কাজ করবে নকিয়া জাবা সার্পোটেড মোবাইল গুলোতে , •প্রথমে আপনার মোবাইল এ ফোল্ডার তৈরী করুন যার নাম দিন SOFT.jad •এখন যে ফোল্ডার তৈরি করলেন তার ভেতরে আপনি যে ফাইল টি হাইড করতে চান তা move করান , •এবার আপনি আরও একটি ফোল্ডার এড করুন যার নাম দিন SOFT.jar •এখন কি হবে জানেন/১ম ফোল্ডারটি হাইড হয়ে যাবে । তবে ২য় ফোল্ডারটি মানে SOFT.jar টি delet অথবা rename দিলে ১ম ফোল্ডারটি SOFT.jad ফিরে আসবে ।

 টিপস ৬।
OPEN না করেই পড়ুন বন্ধুর মোবাইলে আসা SMS
অন্য কারো মোবাইল এ মেসেজ এলে খুব পড়তে ইচ্ছে করে। কিন্তু মনে হয় মেসেজ পড়লে যদি কিছু মনে করে। না ,এখন আর কিছু মনে করবে না । ওপেন নাকরে মেসেজ পড়তে পারবেন এখন থেকে। ১। নতুন মেসেজ এলে ওপেন করবেন না । শুধু back button চেপে Close করেদিন।
২। এবার Inbox এ যান।
৩ । তারপর Unread মেসেজ এর উপরে Pointer রেখে option এ যান।
৪। Forword Option সিলেক্ট করুন।
৫। এবার আপনি মেসেজ টি পড়তে পারবেন। পড়া শেষ হলে কারো কাছে Forward না করে Exit করে বের হয়ে আসেন।
৬। এবার Inbox এ দেখুন মেসেজ টি ওপেন করা হয়নি। Envelope symbol দেখাচ্ছে। তাহলে যার মোবাইল সে মনে করবে যে তার মেসেজ টি পড়া হয় নি। ভুলেও টিপস টি আপনার বন্ধুকে বলবেন না !!!!

 টিপস ৭।
Facebook Tricks ফেসবুকে কমেন্ট এর মধ্যে ছবি দিন!!! আপনার বন্ধু একটি স্ট্যাটাস দিয়েছে। এখন তার স্ট্যাটাস এর মধ্যেই তাকে চমকে দিন একটি ছবি পোস্ট দিয়ে। কাজ কিন্তু খুব কঠিন না খুব সহজ। ১মে যা করতে হবে তা হলো আপনি যে ছবিটি কমেন্ট করে পোস্ট করতে চান সেটি আপলোড করুন অথবা আপলোড করা ছবিতে যান যেটা আপনার ফেজবুকে আছে । এবার ছবিটি ফেসবুক থেকে ওপেন করুন অর্থাৎ যেখানে "add tag",বা "Edit image" ইত্যাদি লেখা থাকে। এবার ওপেন করা হলে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে লিংক টি কপি করে নিন। এবার আপনার বন্ধুর স্ট্যাটাসে কমেন্ট বক্সে লিংক্টি বসিয়ে দিন। http://.... ব্যাস এবার দেখুন আপনার বন্ধুর স্ট্যাটাসে ছবি পোস্ট হয়ে গেছে। তাহলে সবাই ১টা করে কমেন্টে ছবি যোগ করুন ।
সবাইকে ধন্যবাদ। 

No comments:

Blogger Widgets