Social Icons

খুব কষ্ট লাগে


কখনো কি ১টি রুটিকে ৮ ভাগ করে খেয়েছেন ??
হয়তো খাননি কিন্তু ওরা খায়………:#(

কখনো কি একটি ছেড়া জামা ২-৩ বছর পরেছেন ??
হয়তো পরেননি কিন্তু ওরা পরে………:#(

কখনো কি শীত লাগলে রাতে কিছু গাঁয়ে না দিয়ে ঘুমান ??
হয়তো কখনোই না কিন্তু ওরা ঘুমায়…….:#(

এই ওরাই আমাদের জীবনেক বিলাস বহুল করে তুলেছে।।কন্তু বিনিময়ে তারা আমাদের কাছ থেকে শুধুই অত্যাচারিত হচ্ছে।

এই ওদের পাশে গিয়ে দাঁড়ান…..আর আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।আপনার এই সাহায্যই পারে তাদের বাঁচে থাকার স্বল্প পরিমাণ আশা যোগাতে।


#গরীবদেরও_ভালবাসতে_শিখুন

No comments:

Blogger Widgets