Social Icons

আমি বিশ্বাস চাই না

আমি পূর্ণতা চাই না ... চাই তোমাকে পূর্ণ করতে ।

আমি বিশ্বাস চাই না ... চাই তোমার বিশ্বাসী হতে ।


আমি ভালবাসা চাই না... চাই শুধু তোমায় ভালবাসতে ।

আমি সুখ চাই না ...চাই শুধু তুমি সুখী হউ ।

আমি আমাকে চাই না ...চাই শুধু তোমার হতে ।

যদি তুমি চাও !

No comments:

Blogger Widgets