কাওকে কাঁদানো বা কষ্ট দেওয়াটা কোন কঠিন কাজ নয়,আপনি চাইলেই আপনার প্রতি
দুর্বল মানুষটাকে কাঁদাতে পারবেন,কিন্তু যাকে আপনি কাঁদালেন তাকে আবার ফিরে
পাওয়াটাই অনেক কঠিন কাজ। কারন,কষ্ট মানুষকে অনেক কঠিন করে তোলে,আর সেই দিন
আপনি চাইলেও তাকে আর ফিরে পাবেন না। তখন তার চোখের জল আপনাকে গভীর ভাবে
স্পর্স করবে।সেদিন হয়তো আপনিও কাঁদবেন,তবে যাকে কান্নার লোনা জলে ভাসিয়ে
দিয়েছিলেন,সেদিন সে আর আপনার ডাকে সারা দিবে না। আর এটাই হবে আপনার
ব্যার্থতা ও নিজের হৃদয়ের কঠিন শাস্তি। - তাই কাওকে কষ্ট দেওয়ার আগে আরও
একবার ভেবে দেখবেন।
No comments:
Post a Comment