Social Icons

হায়রে ভালবাসা.....

আশ্চর্য! মানুষের এত মিল হয়? কেন হবেনা? নইলে হলিউড-টলিউডে বিখ্যাত লোকদের চরিত্রে অভিনয়ের জন্য লোক আসে কোথ্থেকে? কাষ্টমারের ফরম ফিল আপ করা শেষে হঠাৎ মন্জু সাহেবের
চেয়ারে তাকিয়ে দেখি ঠিক যেন লাবনী।আমার জীবনকে তছনছ করে দেওয়া এক পাষান ঝড়।এক নিঃশব্দ বেইমান।মন চায়, ইচ্ছে করে, খোলা ময়দানে হাঁক ছেড়ে যেমন একদিন বলতে ভালো লাগত ভালবাসি। আজ চায় বলতে, ঘৃনা করি ভালবাসা। ঘৃনা করি নারী। লাবনী। স্ট্যটাস,টাকা আর যৌনতার শিকলে বাঁধা ঘরমুখী প্রেম, ঘৃনা করি। মনের এত জিদ গেল কোথায়? ঐ শান্ত, সৌম্য, নির্ভেজাল(হায়রে বাস্তবতা), শ্যমলা- সুন্দর কালো ফ্রেমের চশমা, বোরখা পরা, জন্মনিরোধক খাওয়া মোটা দেহ, বড় বড় চোখ চশমার ফ্রেমে আরোও মায়াবী, খোলা কপাল হালে ভ্রু প্লাগ ফর্সা, ফ্যাশনহীন পেছন ফেরা টানা চুল, লম্বা ওড়নার তলে –আমি কী ভুলে গেলাম সব ভন্ডামী? ভালবাসা কী এমন করেই লুচ্চামী,বেইমানী আর মিথ্যার সাথে আপোষ শিখায়।হায়রে প্রেম হায়রে ভালবাসা। আমি অস্বাভাবিক অহেতুক মুগ্ধতায় উনার দিকে তাকিয়েই থাকলাম। মন্জু সাহেব ও উনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠল।সে সূত্রেই জানলাম উনি টাঙ্গাইলের পাথরঘাটার লোক। উনার বড় জার মতে উনার ছোট জার মতো ভাল মানুষ হয়না। আমার এক কালের লাবনী ও নিশ্চয় অনবরত যৌনতায় খাঁটি মানুষ হয়ে উঠেছে। এভাবেই প্রেম সমাজবিরোধী।আমি তো আমার প্রিয় বেইমানকে দীর্ঘ বিরতির পর ফোনও করে ফেললাম ।আমি চাই প্রেম গুলো ধ্বংস হোক। যৌনতার যাবতীয় কলাকৌশলই হয়ে ওঠুক প্রেমের নিয়ন্ত্রক যদি তাতেই কারো মন বেশি টানে। ১০-৭-১২ দুপুর.........

No comments:

Blogger Widgets