এইরকম যদি হয় আপনি কোন অফিসে বা স্থানে গিয়েছেন যেখানে আপনার ল্যাপটপে কর্তৃপক্ষ পাসওয়ার্ড সেট করে দিয়েছে কিন্তু আপনি জানেন না! বা আপনাকে দেয়া হয়নি সেই ক্ষেত্রে এই পদ্ধটিতি দারুন কাজ করে।
যেকোন ওয়াইফাই নেটওয়ার্কের যে নামটি থাকে তার শেষের ওয়ার্ড/সংখ্যাগুলো হচ্ছে তার SSID. এবার যেটা করতে হতে তা স্টেপ বাই স্টেপ ফলো করুনঃ
প্রথমে,
আপনার উইন্ডোজের RUN এ প্রবেশ করুন। Windows Button+R চাপলে রান এসে যাবে।
দ্বিতীয়ত,
আপনি সেখানে cmd টাইপ করে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করুন।
তৃতীয়ত,
সেখানে নিচের লেখাটুকু হুবহু টাইপ করুনঃ
netsh wlan show profile name=labnol key=clearname=এখানে আপনার নেটওয়ার্কের SSID টাইপ করুন। তারপর এন্টার বাটন চাপুন
চতুর্থত,
সেখানে দেখুন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড শো করবে।
(যদি কোন কারনে পাসওয়ার্ড না শো করে তবে বুঝতে হবে আপনি CMD তে এডমিনিষ্ট্রেটর মুডে প্রবেশ করেননি।)
(বিদ্রঃ আপনি ওয়াইফাই কানেক্টেড না এইরকম নেটওয়ার্কের পাসওয়ার্ড হ্যাক করা কখনই সম্ভব নয়। আপনি একবার ভেবে দেখুন, আপনার ওয়াইফাই যদি অন্য একজন কোন পরিশ্রম ছাড়াই বা আপনাকে পে করা ছাড়াই ব্যবহার করে তখন আপনার মনে কেমন লাগবে??)
No comments:
Post a Comment