Social Icons

আমার "মা"

ধন্য তুমি মাগো আমার, এই জগতের আলো
তাইতো আমি বাসি তোমায় সবচেয়ে ভাল
মা কথাটি এত মধুর জানে সবাই ভাল
তবুও কেন তোরা করিস মাকে এত হেয়?

মায়ের মতন এই ধরানীতে আপন কেহ নাই
মায়ের কথা মনে হলে প্রানে শান্তি পাই।
সবাই জানে তুমি ছাড়া নাই কেহ আপন
তবুও আমরা খুঁজি কেন অচিন অচেনা মন।

সেই মনেতে তোমার মত নাই কোন স্বাদ
তোমার মনে ব্যথা দিয়ে পাবে না কেউ মাফ
মাগো তুমি আমার চোখের মণি প্রানেরই স্পন্দন
তোমার কথা মনে হলে প্রাণটা করে আনন্দে নাচন।

কখন ও মা ছেড়ে যেওনা অচিন কোন দেশে
ছেড়ে গেলে মা দুঃখ পাব আমার এ জীবনে।

No comments:

Blogger Widgets