করিম চাচার ছেলে
সারাটা দিন কেদে বেড়ায়
সুখ নাই বলে ।...
হে রহীম রহমান তুমি রাখ আমার মান , সুখ তুই কোথায় থাকিস ?
কোথায় তোর বাস ?
হলুদ মরিচ হইলে না হয়
একটু করতাম চাষ ।
খুইজ্জা খুইজ্জা হয়রান
এই বঝি গেল প্রান , তুই বড় সিয়ানা
সবাই তোর দিয়ানা ।
সবাই কি আর পায়
মনে যেমন চায় ,
নে কিছু ঘোষ
তোর নেই দোষ । তবুও তুই ফিরে আয়
নয়তো আমার পরান যায় ।
সুখ কি রাতের তারা
যা দিনে থাকে মরা ,
নাকি বসন্তের বাতাস ?
যা থাকে দুই মাস । দিনে সাতবার কোরবানী
হয় এই জীবন খানি ,
বার মাস সুখ এসে
বার মাস থাকবে ,
এমন সুখ চাইনা
দুদিন পরে ভাগবে । সুখ হাতের মোয়া ,
ছোট সময় গল্প শোনাইছে
পাশের বাড়ির বোয়া ।
সুখ কি বসন্তের কোকিল
নাকি সাদা বক ,
না কোন হীরার টুকরা করে চক চক ।
হরিণ কিনব হাতি কিনব
কিনব সোনার টিয়া ,
রূপবতী কন্যা পাইলে
করবো একটা বিয়া ।
বউয়ে কয় চুপ কর এইডা কিন্তু আমার ঘর ,
একটা করবি লাও
হাতে লমু দাও ।
হরিণ যায় বনের দিকে
হাতি পাশের বাড়ি ,
টিয়ায় করে পেনপেন দেনা আমায় ছাড়ি । কপাল আমার পোড়া
ভাইংগা গুড়া গুড়া ।
আছি যেই অবস্থায়
সুখ পাইছি সস্তায় ,
তা মানতে রাজিনা
ঠুয়া না খাইলে বুজিনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment