Social Icons

একটি গল্প

এক লোক মন মরা হইয়া গাছ তলায় বসিয়া রইল।
একজন ঙ্গাণী লোক তা দেখিয়া বলিলঃহে বাছা বিষন্ন মনে বসিয়া রইলে কেন?
লোকটিবলিলঃআমাকে সবাই মূল্যহীন মনে করে । কেউ আমাকে উপযুক্ত সম্মান করেনা।...
ঙ্গাণী লোকটি হাসিয়া বলিলঃঐ যে কিছু পাথর দেখিতেছ ঐখানে এই পাথরটা ছুরিয়া মার।এবং ঐ জায়গা থেকে এই পাথর টি খুজে বের করিয়া আমার কাছে নিয়া আস ।

লোকটি পাথরটি নিক্ষেপ করল এবং দৌরাইয়া গেল কিন্তু খালি হাতে ফিরিয়া আসিল।ঙ্গাণী লোকটি আবার ও হাসিয়া বলিলঃকোথায় আমার পাথর? দাও।
লোকটি বলিলঃদুঃখিত পাথর অনেক গুলো থাকায় আপনার পাথর কোনটি তা চিহ্নিত করতে পারিনি।
ঙ্গাণী লোকটি আবার ও হাসিলঃ তার হাতে একটি স্বর্ণের টুকরা দিয়া বলিল নাও এবার এটাকে ঐ পাথরের দিকে ছুরিয়া মার এবং পুণরায় আমাকে তা ফিরাইয়া দাও।লোকটি স্বর্ণের টুকরাটি ছুরে মেরে পুণরায় গেলো এবং স্বর্ণের টুকরাটি নিয়া ফিরিয়া আসিল। ঙ্গাণী লোকটির হাতে দিয়া দিল ।ঙ্গাণী লোকটি এবার হাসিল না শুধু তার মুখের দিকে তাকাইয়া বলিলঃপারলে নিজেকে এই স্বর্ণে পরিনত কর !!!!!তা হলে সহজেই যে কেউ তোমাকে খুঁজে নিবে!!!

No comments:

Blogger Widgets