Social Icons

গুনবতী

মন হল উতলা
করলি কি জাদু ,
কি মন্ত পরলি তুই...
তুই বড় সাধু । কি করস তপস্যা
মুচকি মুচকি হাসা ,

এরি নাম বুঝি
প্রেম ভালবাসা ।
চুরি করলি মনটা
বাকি রইল প্রানটা , তুই মন চুরা
পড়লি প্রেম সূরা ।
তুই ত চুরাবালি
রিদয় নিয়ে দেহ খালি ,
বানিয়ে ফেললি আমায়
মনে পড়ে তোমায় । তুই ত তুলা রাশি
গলায় দিলি প্রেম ফাসি ,
মায়াবী চোখের নেশা
মনে কেন জাগায় আশা ?
পেতাম যদি তর পরশ
পেতাম তর ছোয়া , এ জীবনে পূরন হত
সকল মনের চাওয়া ।
মনে তুই বাধলি বাসা
অন্তরেতে বাস ,
সারাটা দিন প্রানের মাঝে
দোলা দিয়ে যাস । কোথায় তর বাসা বাড়ি
অন্তর খানি নিলি কাড়ি
আমায় কি তুই চাস ?

No comments:

Blogger Widgets