Social Icons

অতীত

আজকে যা করবে তুমি
কাল হবে অতীত ,
সুখটুকু মনে রাখবে...
দুঃখ টুকু ব্যতীত ।

যা যাবার গেছে চলে
লাভ কি আর তা বলে ,
দুঃখ টুকু রাখবি
জ্বলে পুরে মরবি ,
কত সুখের স্বপ্ন ছিল
সবি হল মিছে ,
বোকা লোকে হায় হায় করে
ঘুরে তার পিছে ।
অতীতে যা পারতে তুমি
আজ ও তা পারবে ,
মনের জোর সবচেয়ে বড়
একটু মনে রাখবে ।
আমি ত্ দেখেছি তা
শুধুই জড়তা ,
মনকে শক্ত কর
আসবে পূর্নতা ।
ভবের এই মাঠে
পথ ঘাট হাটে .
দেখেছি কত বোকা
খাচ্চে শুধু ধোকা ,
শুধু অতীত বলে
ভাসে নয়ন জলে ।
যদি ও তা সোনার হরিণ
জীবন টাকে করে রঙ্গীন ,
হাজার লোকের ভীরে
কলিজাটা নেয় ছিড়ে ।
ধরি তোমার পাও
অতীত ভুলে যাও ।

No comments:

Blogger Widgets